আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা ২০১৪ই সালে থেকে তথ্য ও প্রযুক্তির উন্নয়নে কাজ করে আসছি। হাতে কলমে বাস্তবধর্মী শিক্ষাই হল কারিগরি শিক্ষা। তাই কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। উন্নত দেশগুলোতে কারিগরি শিক্ষার অবস্থান সর্বোচ্চ পর্যায় রয়েছে। বাংলাদেশেও কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে নেয়ার জন্য সরকার দ্রুতগতিতে কাজ করে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতায় গ্লোরিয়াস প্রাইভেট এডুকেশন।কারিগরি বোর্ডের অধিনে পরিচালিত বিভিন্ন কম্পিউটারে বিষয় ভিত্তিক কোর্স করানো ও পরীক্ষায় অংশগ্রহন মধ্য দিয়ে অসংখ্য শিক্ষার্থী সরকারি সনদ অর্জন করে সরকারি/বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ অর্জন করেছেন। এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করছেন সরকার। সেই লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করেছি গ্লোরিয়াস প্রাইভেট এডুকেশন।
গ্লোরিয়াস প্রাইভেট এডুকেশন
জীবনের উন্নয়নের প্রধান সোপানই হল শিক্ষা। একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, “শিক্ষাই জাতির মেরুদণ্ড”। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল,উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর।
একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও শিক্ষাতে গুরুত্ব দিয়ে বলেছেন, “শিক্ষা ও জ্ঞান অর্জন করতে সুদূর চীন দেশে হলেও যাও”। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়। একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার,সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে।
দেশ প্রেমিক, আদর্শ ও নৈতিক গুণাবলী সম্পন্ন জাতি গঠন এবং মাতৃভাষা বাংলাসহ ইংরেজি ও আরবি ভাষায় দক্ষতা অৰ্জন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।