1. info@gloriousprivateeducation.com : https://www.gloriousprivateeducation.com : https://www.gloriousprivateeducation.com https://www.gloriousprivateeducation.com
  2. admin@www.gloriousprivateeducation.com : Glorious Private Education :

Nursing 6 Months Course

Admission Fee                                                               =Tk 3,000 /-

Monthly Fee 1000×6                                                    =Tk 6,000/-

Exam Fee                                                                         =Tk 500/-

Total Course Fee                                                           =Tk 9,500/-

Total Exam Marks =500

Total Subject = 5 , The Subjects are Human Anatomy & Physiology, Chemistry & Pharmacology, First Aid & OTC Drugs, General Nursing & Clinical Nursing.

Practical: Blood Pressure, Heart Rate, Pulse, Heart Sound, Diabetes, IM Injection, IV Injection, Saline Infusion, Cannula, Cleaning, Dressing, Bandaging, Stitch, Nebulizer, Pulse Oximeter, Ambu bag

6 Months Nursing Course provides some benefits:

After completing the nursing course, you can take a job as a nursing assistant in many nursing centers, nursing clinics, private hospitals, diagnostic centers, NGOs, health centers of garments, schools, and colleges. After providing services in those places, you will be skillful, and then your salary will be handsome.

6 Months Nursing Course, Job and then Diploma Nursing Course:

We provide the students step-by-step opportunities for studying nursing courses. After completing a 6-month nursing Course students can take a nursing job, and then study for Diploma Nursing Courses at Glorious Private Education.

নাসিং প্রশিক্ষণ কেন নিবেন।

বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে যা অবস্থা, তাতে নার্সদের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই এই সময়ে এই বিষয়ে পড়াশুনো করে নার্সিংকে পেশা হিসেবে বেছে নিলে ছাত্রছাত্রীরাও লাভবান হবেন।

 

নার্সিং বরাবরই একটি জনপ্রিয় পেশা হিসেবেই পরিগণিত। যাঁরা ছোটবেলায় ইংল্যান্ডের নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নিঃস্বার্থ সেবার গল্প শুনেছেন, তাঁদের অনেকেই সেই গল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে বড় হয়ে নার্সিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এই পরোপকারী ফ্লোরেন্স নাইটিঙ্গেলকেই আবার আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতাও বলা হয়।

একজন নার্স প্রকৃত অর্থেই একজন শুশ্রূষাকারীর কাজ করেন। এ ছাড়াও তাঁদের মানুষের শরীর সম্পর্কে সম্যক ধারণা থাকে। এ জন্য চিকিৎসাক্ষেত্রে কোনও আপৎকালীন পরিস্থিতিতে নার্সদের একেবারে সামনের সারিতে থেকে রোগীদের শুশ্রূষা করতে হয়।

নার্সিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার নানাবিধ কারণের মধ্যে তিনটি উল্লেখযোগ্য কারণ হল—

 

. সমাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন: আমাদের দেশে,দুঃখজনক ভাবে, সব সময়ই রোগীর সংখ্যা দেশের মোট চিকিৎসকের সংখ্যাকে ছাপিয়ে যায়। এই পরিস্থিতিতে, আপনি এক জন নার্স হলে চিকিৎসকের পাশে থেকে রোগীকে সবার আগে সেবা-শুশ্রূষা করতে পারবেন। শুধু তাই নয়, রোগী হাসপাতালে ভর্তি হলে তাঁকে প্রাথমিক ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসাটুকুর ব্যবস্থা করতে পারবেন। যার ফলে রোগী ও রোগীর পরিজন খুবই উপকৃত হবেন।

. স্পেশালাইজেশন: আজকের দিনে নার্সিং পেশাটি শুধু মাত্র রোগীর সেবা-যত্ন করা বা তাঁকে সহায়তা করাতেই আটকে নেই। এখন এই নিয়ে পড়াশুনো করলে এবং কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলে ক্রিটিক্যাল কেয়ারের মতো বিষয় নিয়েও স্পেশালাইসেশন করা যায়।

. চাকরির প্রচুর সুযোগ: স্বাস্থ্যব্যবস্থার উন্নতি ও ক্রমবর্ধমান চাহিদার জন্য আজকাল বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসক, প্যারামেডিক এবং নার্সদের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

যে কারণেই হোক, এই পেশাকে বেছে নিলে যে রকম ভাবে অসংখ্য মানুষের নিঃস্বার্থ উপকার করতে পারবেন, তা আর কোনও পেশাতেই সম্ভব নয়। তাই জন্যই নার্সিংকে পেশার চেয়েও বেশি একটি কাজ হিসেবে গণ্য করা হয়।

ক্যানোলা করার নিয়ম:

এই পোস্টের মাধ্যমে স্টুডেন্ট ডক্টর, স্টুডেন্ট নার্সসহ সকলেই ক্যানোলা করার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
পরিচিতি: প্রথমে রোগির সাথে একটু কথা বলে বা পরিচিত হয়ে স্বাভাবিক হয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা ক্যানোলা করতে দিতে চায়না, ছোটাছুটি করতে থাকে। এক্ষেত্রে একটু সময় দিয়ে রোগির মন অন্যদিকে কনভার্ট করে দিতে হবে, তারপর নরমালভাবে ক্যানোলা করতে হবে।
ক্যানোলা, মাইক্রোফোর/ট্যাপ, টুনিকেট/ বাটারফ্লাই, কটন/তুলা, একটা ৫সিসি সিরিনজে ডিসটিল ওয়াটার ভরে একটা ট্রেতে নিবেন।
তারপর অ্যালকোহল ক্লিনজার ব্যবহার করে আপনার হাত স্যানিটাইজ করে নিবেন।
এরপর রোগির ভেইন পরীক্ষা করে এমন একটি ভেইন বা শিরা নির্বাচন করবেন যেখানে ক্যানোলা করা হলে সহজে নষ্ট হবেনা এবং স্বাভাবিক নড়াচড়ায় ক্যানোলায় কোনো ব্যাঘাত ঘটবেনা।
এরপর অ্যালকোহল দিয়ে রোগীর ত্বক পরিষ্কার করতে হবে যেখানে ক্যানোলা করা হবে)।
কথা বলতে বলতে রোগীর হাত ধরে দেখে নিবেন কোন সাইজের ক্যানোলা ফিট করা যাবে।
এরপর যেখানে ক্যানোলা ফিট করবেন তার ২ সেন্টিমিটার উপরে টুনিকেট/ বাটারফ্লাই দিয়ে বাধ দিবেন )খুব বেশি জোরে বাধবেন না আবার একেবারে হালকাও না) যাতে করে ভেইন বা শিরাটি ক্যানোলা করার সময় নরাচরা করতে না পারে।
এরপর ভেইন বা শিরা হাত দিয়ে অনুভব করেন।
তারপর ক্যানোলাটার ঢাকনা খুলুন এবং এক হতে ক্যানোলা এবং অন্য হাত দিয়ে রোগীর যেখানে ক্যানোলা করবেন সেখানে ধরুন।
তারপর আস্তে করে ক্যানোলাটির কিছু আংশ শিরার মধ্যে ঢুকিয়ে দিন এবং ক্যানোলার সুইচটি পিছনের দিকে টান দিয়ে দেখুন হাবের মধ্যে রক্তের প্রবাহ আছে কিনা। যদি দেখেন রক্তের প্রবাহ রয়েছে তাহলে বুঝবেন ক্যানোলাটি সফল হয়েছে।
এরপর ক্যানোলাটির বাকি আংশ শিরার মধ্যে ঢুকিয়ে দিন এবং সুন্দর করে মাইক্রোফোর/ট্যাপ লাগিয়ে দিন।
এরপর সুই বের করে আগের থেকে ভরে রাখা ডিসটিল ওয়াটার পুশ করে পুরোপুরি সিয়র হয়ে নিতে হবে।

 

𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬: 𝐇𝐨𝐮𝐬𝐞 𝐍𝐨: 𝟏𝟔𝟔𝟔, 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐌𝐚𝐧𝐝𝐚
𝐊𝐚𝐝𝐚𝐦𝐚𝐥𝐢 𝐉𝐡𝐢𝐥𝐩𝐚𝐫, 𝐌𝐮𝐠𝐝𝐚 ,𝐃𝐡𝐚𝐤𝐚
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 𝟎𝟏𝟕𝟏𝟗𝟕𝟏𝟑𝟔𝟓𝟎, 𝟎𝟏𝟓𝟕𝟏𝟐𝟐𝟑𝟏𝟑𝟑
© 𝐆𝐥𝐨𝐫𝐢𝐨𝐮𝐬 𝐏𝐫𝐢𝐯𝐚𝐭𝐞 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧