Networking
আমাদের প্রতিষ্ঠানে এসে প্রশিক্ষন নিতে পারবেন।
অন লাইনে ও প্রশিক্ষন নেয়ার সুযোগ রয়েছে।
- সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণ প্রদান করা হয়।
- সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।
- সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সার্বক্ষণিক দক্ষ শিক্ষক নিয়োজিত।
- প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য আলাদা আলাদা কম্পিউটার ব্যবস্থা।
- প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা।
- প্রত্যেক ছাত্র/ছাত্রীর পছন্দ সময় প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা।
- সপ্তাহে ৭ দিন প্রশিক্ষণ।
- প্রতি মাসে ক্লাস টেস্ট নেওয়ায় ব্যবস্থা।
- কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের সুযোগ রয়েছে।
- ফ্রি হ্যান্ডনোট প্রদান করা হয়।
- অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা সার্বক্ষণিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত।
- প্রশিক্ষণ শেষে কারিগরী শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়।
- কোর্সের টাকা ব্যতিত অন্য কোন টাকা নেওয়া হয় না।
- কোর্স শেষে অনলাইন থেকে ইনকামের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে (ফ্রী)।
Duration : 3/6 Month
Days : Saturday,Sunday,Monday,Tuesday,Wednesday,Thursday, Friday
Schedule : 09:00:AM To 10:00:PM